Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,৩১ আগস্ট ,২০১৯ঃ শুক্রবার তুরস্কের সুপার লীগে গালাতাসারে এবং কাইসেরিস্পোরে এক ম্যাচেই ১৪ হলুদ, চার লাল কার্ড দেখেছে দুই দল।

ম্যাচের ৩৪ মিনিটে রেফারি প্রথম হলুদ কার্ড দেখান গালাতাসারের মিড ফিল্ডার ইউনুস বেলহান্ডাকে। ম্যাচের ৩৮ মিনিটে পেড্রো হেনরিকের গোলে এগিয়ে যায় কাইসেরি। প্রথম ভাগে লিডে থেকেই শেষ করে কাইসেরি।

দ্বিতীয়ার্ধ্বের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গালাতাসারের ইউনুস বেলহান্ডা। এরপর শুরু হয় লাল হলুদের খেলা। দুই দলের ১০জন ফুটবলারকে দেখতে হয় ১৪টি হলুদ কার্ড। আর ৪জনের কপালে মিলে লাল কার্ড । গালাতাসারের এমরে মোরকে ম্যাচের ৮৯ মিনিটে পর পর দুইটি হলুদ কার্ডের পর লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়। আর বাকি তিনটি লাল কার্ড পেয়েছেন।

তারা হলেন, কাইসেরিস্পোরের পেড্রো হেনরিক, আয়মেন আবেডেনর আর উমুত বুলুত।

গালাতাসারে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগে ‘এ’ তে প্যারিস সেইন্ট জার্মেইন, রিয়াল মাদ্রিদ এবং ক্লাব ব্রুগের পাশে অবস্থান করছে। আগামি ২ অক্টোবর পিএসজির সঙ্গে ম্যাচ দিয়ে গালাতাসারের চ্যাম্পিয়নস লীগের যাত্রা শুরু করবে এই দলটি।