Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার, ২সেপ্টেম্বর, ২০১৯ঃমোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ  ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়াকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নরসিংদী জেলা বিএনপি। রবিবার বিকেলে শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থেকে কঠোর আন্দোলন করে হলেও বেগম জিয়াকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানউদ্দিন মোল্লা, রোকেয়া আহমেদ লাকী, মনজুর এলাহী, এম এ জামান, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুকউদ্দিন ভূঞা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মো.দিপু,সহ সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু,শহর বিএনপির যুগ্ম সম্পাদক কবির আহমেদ,জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সহ সভাপতি শাহেন শাহ শানু, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক আ: রউফ ফকির রনি, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ।
এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।