Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার, ২সেপ্টেম্বর, ২০১৯ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে র‍্যালি বের হয়  র‍্যালিতে লাক্ষ লক্ষ নেতাকর্মীরদের ঢল নামে ।

রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়। সকাল গড়িয়ে দুপুর হতেই খণ্ড খণ্ড মিছিল সহকারে এসব নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে এসে হাজির হন। কেন্দ্রীয় কার্যালযে আসার পথে এসব খণ্ড খণ্ড মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার সম্বলিত স্লোগান দেন নেতাকর্মীরা।উল্লেখ্য, দুপুর ২টায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও র‍্যালিটি বিকেল তিনটায় শুরু হয়।

এদিকে বিএনপির র‌্যালিকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর নাইটিঙ্গেল মোড় এলাকায় বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।