খােলাবাজার ২৪,বুধবার,৪সেপ্টেম্বর,২০১৯ঃ সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেল মাঈনুল আহসান নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান। বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে শনিবার (৩১ আগস্ট) ম্যানচেস্টারের ইস্ট ক্যাথলিক হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে সঙ্গীতানুষ্ঠানে আশানুরূপ লোক সমাগম না হওয়ায় হতাশ হয়েছেন শিল্পীসহ আয়োজকরা।নোবেলের ‘একক সঙ্গীত সন্ধ্যা’ হিসেবে প্রচার করা হলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তে অনুষ্ঠানে আরও দুজন শিল্পী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। যা ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছেন অনেকেই। নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা পরে শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলে অনুষ্ঠান। জনপ্রতি টিকিটের মূল্য ছিল ১৪০০ ও ভিআইপি হলে ৩৫০০।
আয়োজকরা জানিয়েছেন মাত্র ২০০ টিকিট বিক্রি হয়েছে। তারা ভেবেছিলেন সংখ্যাটা হয়ত হাজার ছাড়িয়ে যাবে। তা তো হয়নি, উপরন্তু ক্ষোভ প্রকাশ দর্শকদের একাংশের। দশর্কদের অনেকেই তাকে জেমসের বাংলাদেশ গানটি গাইতে অনুরোধ করেন। কিন্তু নোবেল স্পষ্ট জানিয়ে দেন এই গানের জন্য তাকে অনেক রকম ঝামেলায় পড়তে হয়েছে। তাই এই গান আর গাইবেন না বলেই ঠিক করেছেন।


