Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৫সেপ্টেম্বর,২০১৯ঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি ওজনের স্বর্ণের বারসহ ইউএস বাংলা এয়ার লাইন্সের এক নারী কেবিন ক্রুকে আটক করা হয়েছে। আটক নারীর নাম রাবেয়া শেখ মৌসুমি।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৌসুমি ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্রু হিসেবে কর্মরত। বেলা ১১টায় মাস্কাট থেকে ঢাকায় অবতরণ করা ফ্লাইটে ছিলেন তিনি। তার কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।