Tue. Oct 28th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার, ৭সেপ্টেম্বর, ২০১৯ঃ ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, তাজিয়া মিছিলে ঢাক-ঢোলসহ কোনো ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। এছাড়াও ধারালো অস্ত্র, ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ব্যাগ, পোটলা, লাঠি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
মহররমের ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে পুরান ঢাকার হোসনী দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ইমামবাড়ার গেইটে তল্লাশি হবে, ধাতব বস্তু, ছোরা, তরবারি বর্শা, বা কোন ধরনের আগুনের ব্যবহার- এগুলো ব্যবহার করা যাবে না।  ইতিমধ্যে আমরা চেকপোস্ট স্থাপন করেছি।