Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,৭সেপ্টেম্বর,২০১৯ঃ সন্ত্রাসী বানরের ভয়ে কুমারীই থেকে গেছেন গ্রামের মেয়েরা। শুনতে অবাক লাগলেও ভারতের বিহার রাজ্যের ভোজপুর জেলার রতনপুর গ্রামের প্রকৃত সত্য এটিই।

ভারতের আজকাল পত্রিকা জানিয়েছে, সারা গ্রামভর্তি ছোট–বড় মিলিয়ে কয়েক হাজার বানর রয়েছে। গ্রামবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বানরদের দাপটে। গ্রামের জিনিস চুরি, আচমকা মারধর করা তো আছেই, যদি বিয়েবাড়ি বা কোনো শোভাযাত্রা হয় গ্রামে তাহলে মুহূর্তে সেই শোভাযাত্রার উপর ঝাঁপিয়ে পড়ে হামলা বানররা।

গ্রামবাসীরা জানান, কয়েকবছর আগে একটি বিয়েবাড়ির শোভাযাত্রায় বানরদের হামলায় মৃত্যুও হয়েছিল। তারপর থেকেই ওই গ্রামে বিয়েবাড়িসহ যেকোনো রকম শোভাযাত্রা নিষিদ্ধ হয়ে গেছে।

শোভাযাত্রা দেখলেই সন্ত্রাস শুরু হয় যায় বানরদের। সেজন্য রতনপুরের মেয়েরা বিয়ে করেন না বলে জানালেন গ্রামবাসীরা।

শুধু রতনপুরই নয়, সংলগ্ন বেশ কয়েকটি গ্রামেই এভাবেই বানরের দল দাপট দেখাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।