Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১২সেপ্টেম্বর,২০১৯ঃ রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই বিক্ষোভ করছে তারা।

এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে তারা এ বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বুধবার রাতে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। সেসময় বুঝিয়ে বলার পর তারা সড়ক ছেড়ে চলে যায়।

পরে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তারা আবারও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদেরও বোঝানো হচ্ছে।

তিনি আরো জানান, অবরোধের ফলে মহাখালী হয়ে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে চেষ্টা চলছে।