
কিন্তু ২২ বছর পর অবশেষে গুগল ম্যাপে পাওয়া গেছে তাকে। তবে জীবিত নয়, পাওয়া গেছে কঙ্কাল।
শুক্রবার বিবিসি জানায়, ১৯৯৭ সালের ৭ নভেম্বর নিখোঁজ হন ৪০ বছর বয়সী উইলিয়াম মল্ট। গত ২৮ আগস্ট পুলিশ খবর পায়, ওয়েলিংটনের মুন বে সার্কেল এলাকার একটি পুকুরে দীর্ঘদিন ডুবে থাকা গাড়ি খুঁজে পাওয়া গেছে। উদ্ধারকারী দল গাড়িটি টেনে তুলতেই ভেতরে একটি কঙ্কাল দেখতে পান। সপ্তাহখানেক পর জানা যায়, সেটি ২২ বছর আগে নিখোঁজ হওয়া মল্টের কঙ্কাল।