Tue. Aug 26th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৭সেপ্টেম্বর,২০১৯ঃ  সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে চার ম্যাচে তিন সেঞ্চুরি করে সর্বোচ্চ ৭৭৪ রান করেছেন স্মিথ।
এক টেস্ট বেশি খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ রান করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস।

এদিকে, অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে টেস্টে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখার পাশাপাশি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ৩৪ পয়েন্ট পেছনে ফেলে দিয়ছেন স্মিথ।

সম্প্রতি আইসিসি প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সংগ্রহ ৯৩৭ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলির সংগ্রহ ৯০৩ পয়েন্ট। ৮৭৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয়স্থানে রয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।

স্মিথের পাশাপাশি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

তিনি র‍্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে থাকা দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার থেকে ৫৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন।