Wed. Oct 15th, 2025
Advertisements
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সন্তানদের স্কুলে পাঠাতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখানে যারা মা বোনরা আছেন আপনাদের সন্তানদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন।

আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন ।

সমাজসেবক রোখসানা হাবিব পলির সভাপতিত্বে সচেতন নারী সমাজের আয়োজনে তিনি আরো বলেন, আপনাদের যত কষ্টই হোক তাদের পড়ালেখার ব্যবস্থা করবেন। আমি শৈলকুপার জন্য চেষ্টা করবো যেন প্রত্যেক ঘরে ঘরে বিসিএস ক্যাডারের জন্ম হয়। সন্তান সন্ধায় বাসায় ফিরে কেমন আচরণ করে তার গতিবিধি লক্ষ্য রাখবেন। আপনার সন্তান যাতে মাদক সেবন না করে, মাদক সেবন করে ফিরে না আসে। কারণ আপনার ঘরে যদি মাদক ঢুকে পড়ে তাহলে আপনার পরিবারের ও আপনার জন্য সব থেকে অশান্তির কারণ হবে। সে কারণে আপনার সন্তানকে গড়ে তুলতে হলে তার দিকে খেয়াল রাখবেন।

আসাদুজ্জামান আরো বলেন, আপনার সন্তান যদি মাদকে ঢুকে পড়ে, আর আপনারা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন আমাকে ফোন দেবেন। তাকে নিয়ন্ত্রণ করার সকল পদ্ধতি আমি প্রয়োগ করবো। তবু ছেলেটার জীবন বাঁচাতে হবে। যদি আপনার ছেলে মাদকাসক্ত হয় তাহলে শুধু আপনার আর্থিক ক্ষতি হবে না, আপনার ছেলের অকাল মৃত্যু হবে।

তিনি বলেন, আপনার মেয়ে সন্তান যখন স্কুলে যাবে তখন যদি কোনো ছেলে তাকে উত্যক্ত করে তাহলে আপনারা আমাকে জানাবেন। ওই বখাটের স্থান শৈলকুপার আলো বাতাসে নয় ঝিনাইদহ কারাগারে হবে।

পরিশেষ তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সমস্ত ভালো কাজের সারথী হয়ে থাকতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন