Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,১৮সেপ্টেম্বর,২০১৯ঃমোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে রনি (২২) নামে এক ড্রেজার শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলার ভঙ্গারচর গ্রাম সংগলগ্ন মেঘনা নদীতে এ খুনের ঘটনা ঘটে। নিহত রনি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে বাতেন মিয়ার পুত্র।
পরিবারের স্বজনেরা জানায়, একই গ্রামের উমর আলী উম্বার পুত্র হালিম (৪০) রনিকে মেঘনা নদীতে ড্রেজারে কাজ করার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। সেখানে কুপিয়ে হত্যা করে তার লাশ মেঘনা নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। স্বজনরা খবর পেয়ে মেঘনা নদী থেকে রনীর লাশ উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে ভঙ্গারচর নৌ ফাঁড়ির পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ভগ্নিপতি খোকন মিয়া জানান, দীর্ঘ দিন যাবত রনীদের সাথে প্রতিপক্ষ হালিমদের বিরোধ নিয়ে মামলা-পাল্টা মামলা চলে আসছিল। এরই জের ধরে রনিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।