Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার,২০সেপ্টেম্বর,২০১৯ঃ ফেসবুকের নজর এবার স্ট্রিমিং হার্ডওয়্যার এবং চ্যাটিং ডিভাইসের দিকে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমটি নতুন পোর্টাল ভিডিও চ্যাটিং ডিভাইস এনেছে।

ব্যবহারকারী বৃদ্ধির হার কমে যাওয়া, তথ্য কেলেঙ্কারি ও ফেসবুকের কনটেন্ট সম্পাদনায় পরিবর্তন আনার প্রেক্ষাপটে ব্যক্তিগত যোগাযোগকে প্রাধান্য দিতে ফেসবুকের এ পদক্ষেপ।

প্রাইভেট বা ব্যক্তিগত মেসেজিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সেবাগুলো নিয়ে বিশ্বের অন্যতম বৃহত্ প্রতিষ্ঠান ফেসবুক। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম অ্যাপ মিলিয়ে প্রতি মাসে ২৪০ কোটি মানুষ ফেসবুকের মেসেজিং সেবা ব্যবহার করছে।

ভিডিও কলিংয়ের ক্ষেত্রে আরো গুরুত্ব দিতে পোর্টাল লাইনে হোয়াটসঅ্যাপ কল সুবিধা যুক্ত করছে তারা। এ ছাড়া ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও উন্নত করেছে।

যুক্তরাষ্ট্রের বাইরে যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়াতে পোর্টাল ডিভাইস বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি। পোর্টাল ডিভাইসের দাম হবে মডেলভেদে ১২৯ মার্কিন ডলার ও ১৭৯ মার্কিন ডলার। পোর্টাল টিভি মডেলটির দাম হবে ১৪৯ মার্কিন ডলার।

ফেসবুক আশা করছে তাদের ডিভাইসের সামাজিক ব্যবহারের বিষয়টি এর বিক্রি বাড়াতে সাহায্য করবে। এতে সবাই একসঙ্গে টিভি দেখার পাশাপাশি একই স্ক্রিনে ভিডিও কল করতে পারবেন।