Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার,২০সেপ্টেম্বর,২০১৯ঃ রাজধানীর ধানমণ্ডি কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদ করার জন্য র‌্যাব-২ এর হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ এর নেতৃত্বে শফিকুল আলমকে হেফাজতে নেয়া হয়।

কলাবাগান ক্রীড়াচক্রে ক্যাসিনো থাকার খবর পেয়ে শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে সেখানে অভিযানে যায় র‌্যাব-২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের এই ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলছে।

এ সময় কলাবাগান ক্রীড়াচক্রের পুরো এলাকা ঘিরে রাখে র‌্যাব। ভেতরের কাউকে বাইরে আসতে দেয়া হয়নি। আর বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

আশিক বিল্লাহ জানান, দুপুর দেড়টায় ফিরোজকে আটক করা হয়। পরে বিকাল ৪টা থেকে কলাবাগান ক্রীড়াচক্রের আশপাশে অবস্থান নেন র‌্যাব সদস্যরা।

এর আগে ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়াকে আটক করা হয়। এরপর শুক্রবার যুবলীগের অপর আলোচিত নেতা জি কে শামীমকে নিকেতনের নিজ কার্যালয় থেকে আটক করা হয়।