Sat. Sep 13th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,২৫সেপ্টেম্বর,২০১৯ঃ পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলে মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে উদ্ধার কর্মীরা পৌঁছানোর প্রচেষ্টা করছে। ভূপৃষ্ঠের স্বল্প গভীরে এ ভূমিকম্পে কমপক্ষে ২২ জনের মৃত্যু ও কয়েকশ’ মানুষ আহত হয়েছে। ভূমিকম্পে ওই অঞ্চলের বহু ভবন ধসে পড়ায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।

পাকিস্তানের সামরিক বাহিনী সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে।

মঙ্গলবার রাতে সামরিক বাহিনীর তথ্য শাখা জানায়, ভূমিকম্পে এ পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর জানা গেছে। তাদের মধ্যে একজন সৈন্য রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কৃষি নির্ভর পাঞ্জাব প্রদেশের ঝিলামের প্রায় ২০ কিলোমিটার উত্তরে কাশ্মিরি নগরী মিরপুরের কাছে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।

ওই অঞ্চলে রাতভর উদ্ধার অভিযানে স্থানীয় হাসপাতালগুলো রোগিতে ভরে গেছে