Tue. Sep 16th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২৬সেপ্টেম্বর,২০১৯ঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সামাজিক দ্বায়বদ্ধতা কর্মসূচির আওতায়,“আলোঘর, দিশা’র একটি প্রকল্প”-এর মাধ্যমে সোনারগাঁ, নারায়ণগঞ্জ-এর সোনারগাঁঁ জি.আর.ইন.স্কুল এন্ড কলেজ এবং সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থীদের মাঝে আম্রপালি চারা বিতরণ করেছে। এমটিবি’র গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান এবং আলোঘরের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, আনিসুর রহমান উভয় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।
অন্যান্যের মধ্যে এমটিবি সোনারগাঁ শাখার শাখা ব্যবস্থাপক, মো: ফরিদ উদ্দিন, সোনারগাঁ জি.আর.ইন.স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, মো: সুলতান মিয়া, উপজেলা কৃষি অফিসার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, মনিরা আক্তার, সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো: দেলোয়ার হোসেন এবং সহকারি প্রধান শিক্ষক, সেলিনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য এবং শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।