Sat. Sep 13th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, রবিবার,২৯ সেপ্টেম্বর ,২০১৯ঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুলাল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। দুলাল উপজেলার চড়ইগেতি গ্রামের সরবাতু মোহাম্মদের ছেলে।

রোববার ভোরে উপজেলার বেউরঝাড়ি সীমান্তের এ ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা বলেন, ভারতে অনুপ্রবেশ করার সময় ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের জওয়ানরা দুলাল হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুলালের ডান হাতে গুলি লাগে। আহত অবস্থায় বাংলাদেশ সীমানায় প্রবেশ করে দুলাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। তিনি বর্তমানে রংপুরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন।

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী বলেন, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহব্বান জানানো হয়েছে।