Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,৩০সেপ্টেম্বর,২০১৯ঃ বায়োমেট্রিকে সিম নিবন্ধনের সময় অনেকের কার্ড না থাকায় অন্যের আইডি দিয়ে নিবন্ধন করেছেন। এ কারণে অনেকের নামেই রয়েছে একাধিক সিম কার্ড। যা নিজেরও জানা নেই।

আপনার নামে কয়টি মোবাইল কোম্পানির কতগুলো সিম নিবন্ধিত রয়েছে নিরাপত্তার জন্যই জানা জরুরি।

অনেকেই বিষয়টি আমলে নেন না। তবে এ কারণে হয়তো ঝামেলা পোহতে হতে পারে আপনাকে।

তাই সব ধরনের ঝামেলা এড়াতে প্রত্যেক মোবাইল ব্যবহারকারীকে তার এনআইডির বিপরীতে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা জানা দরকার।

একটি এনআইডির বিপরীতে কয়টি মোবাইল কোম্পানির সিম নিবন্ধিত হয়েছে কোনো চার্জ ছাড়াই তা ঘরে বসেই জানা যায়।

যেভাবে জানবেন নিবন্ধিত সিমের সংখ্যা

যেকোনো মোবাইল থেকে প্রথমে কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য অপসন আসবে। তখন আপনার এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন। কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার নামে কোন কোম্পানির কয়টি সিম নিবন্ধিত আছে সব চলে আসবে।

আপনার এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর অফিসে যোগাযোগ করে তা বন্ধ করে দিন।