Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,২অক্টোবর,২০১৯ঃ পার্লামেন্টের এক নারীকর্মী ধর্ষণের অভিযোগ তোলার পর তদন্তের স্বার্থে নেপালের স্পিকার কৃষ্ণ বাহাদুর মহারা নিজ পদ থকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকারের কাছে মঙ্গলবার এক চিঠিতে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।

‘মাই রিপাবলিক’ পত্রিকায় প্রকাশ করা চিঠিতে কৃষ্ণ বাহাদুর বলেন, ‘ওই অভিযোগের কারণে আমার চরিত্র নিয়ে যে গুরুতর প্রশ্ন উঠেছে, তার স্বচ্ছ তদন্তের স্বার্থে নৈতিক কারণে আমি পদত্যাগ করছি।’

কাঠমান্ডু পুলিশের প্রধান উত্তম সুবেদি বলেন, পার্লামেন্ট কর্মী ওই নারী রাজধানী কাঠমান্ডুতে নিজের অ্যাপার্টমেন্টেই ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ওই নারী কৃষ্ণ বাহাদুরের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ তুলেছেন।

এদিকে, কৃষ্ণ বাহাদুরের সহযোগী অভিযোগ অস্বীকার করে মঙ্গলবার সকালে একটি বিবৃতিতে বলেন, এটা স্পিকারের চরিত্র হননের অপচেষ্টা। নেপালের বিদ্রোহী ও সংস্কারপন্থি কমিউনিস্ট দলগুলো জোট গঠন করে ২০১৭ সালের সাধারণ নির্বাচনে বড় জয় নিয়ে সরকার গঠন করে।

সাবেক মাওবাদী বিদ্রোহী গেরিলা কৃষ্ণ বাহাদুর পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।