Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,০৫অক্টোবর,২০১৯ঃ ভুল করেই পানি কিনতে আসা এক যুবকের হাতে অ্যাসিডের বোতল তুলে দেন বৃদ্ধ দোকানি। ক্রেতারও পড়ে দেখার সময় হয়নি, বোতলের গায়ে কী লেখা। পান করার পর তীব্র জ্বলন অনুভব করার পরেই তিনি বুঝতে পারেন, পানি নয়, অ্যাসিড খেয়েছেন।
৩০ বছরের ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিডে যুবকের শরীরের অভ্যন্তরীণ ক্ষত তৈরি হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক। গ্রেফতার করা হয়েছে আটান্ন বছর বয়সি ওই দোকানিকে। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির মন্দাওয়ালি অঞ্চলে।

পুলিশ সূত্রে খবর, বিনয়ের বাড়ি পশ্চিম বিনোদ নগরে। গত সোমবার রাতে স্থানীয় একটি দোকানে পানি কিনতে গিয়েছিলেন বিনয়। দোকানদার অসাবধানতাবসত তাকে অ্যাসিডের বোতল দিয়ে দেন। বোতল দু’টি একই রকম দেখতে হওয়ায়, ওই যুবকও খেয়াল করেননি। বাড়িতে গিয়ে পানি ভেবে সেই অ্যাসিড গলায় ঢালার পরেই অস্বস্তি বোধ করতে থাকেন। তাকে লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।