Fri. Sep 12th, 2025
Advertisements
71
খােলাবাজার ২৪,বুধবার,০৯অক্টোবর,২০১৯ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই ভাই পুড়ে মারা গেছেন।

বুধবার ভোরে (৯ অক্টোবর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাচারীপাড়া মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানে থাকা হাজী বাচ্চু মিয়ার ছেলে আলমগীর (১৯) ও তার ভাই শাহ আলম মিয়ার ছেলে বোরহান ওরফে বাবু মিয়া (১৮)  মারা যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, শাহ আলম মিয়ার চায়ের দোকানে আলমগীর মিয়া ও বোরহান ওরফে বাবু মিয়া দু’জনেই ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখে মসজিদের মাইকে জানানোর পর স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলে ততক্ষণে দোকানটি পুড়ে যায়। এ ঘটনায় ভেতরে থাকা দুই যুবকের মর্মাতিক মৃত্যু হয় জানান ওসি।

তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করা হচ্ছে।