Sat. Sep 13th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,০৯অক্টোবর,২০১৯ঃ ক্যাসিনো-কাণ্ডে অর্থপাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তদন্তের প্রয়োজনে সিঙ্গাপুর যাওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তদন্তের স্বার্থে ক্যাসিনো কাণ্ডে জড়িতদের নাম এখনই প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘যেভাবেই হোক সরকারি কর্মকর্তারা যদি কেউ জড়িত থাকে তাহলে আমরা অনুসন্ধান করবো।’

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে আমার যতটুকু মনে পড়ে ১৫-২০ জনের ক্যাসিনো সম্পর্কিত যে তথ্য এসেছে, অবৈধ অর্থ যা এসেছে, কিন্তু ক্যাসিনো অভিযান আমাদের সাবজেক্ট নয়, আমরা প্রাপ্ত টাকার বৈধতা নিয়ে অনুসন্ধান শুরু করেছি।’