Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,১৯অক্টোবর,২০১৯ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিরোজ নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করেছে ছিনতাইকারীরা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে হবিবুর রহমান হলের মাঠে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়। আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে অবস্থা আরও গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তবে ছিনতাইকারী সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফিরোজ তার বান্ধবীকে নিয়ে সন্ধ্যার দিকে স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে পাশেই হবিবুর হলের মাঠে নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। চিৎকার করলে ফিরোজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।