Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,১৯অক্টোবর,২০১৯ঃ ভারতের হায়দরাবাদের একটি সংস্থা তৈরি করেছে এমন একটা চায়ের কাপ, যা খেয়ে ফেলা যাবে নিমিষেই। এর জন্য আপনাকে প্রথম চা পান করতে হবে, পরে খেতে হবে ওই কাপটি!

শুনতে অবাক লাগলেও ঘটনাটা কিন্তু হারহামেশায় ঘটছে ওই চা শপটিতে।

এদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি তৈরি হওয়া ওই কাপে থাকবে চা। আর সেই চা শেষ হওয়ার পর কড়মড় করে খেয়ে ফেলতে পারবেন কাপটা। ঠাণ্ডা কিংবা গরম, যেকোনো পানীয়ও খাওয়া যাবে সেই কাপে।

আরও জানা গেছে, এই কাপটিতে থাকছে আরও নানা চমক। এমনকি এটি বেশ পরিবেশবান্ধব বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে এই কাপ। নাম দেয়া হয়েছে ইট কাপ (eat cup)। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই সংস্থাটি মূলত এমন উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।