খােলাবাজার ২৪,শনিবার,১৯অক্টোবর,২০১৯ঃ জেসমিন একজন রোহিঙ্গা নারী। তার জন্ম বাংলাদেশের একটি শরণার্থী শিবিরে। জন্মের কিছু দিন আগেই তার বাবা মারা যান। একসময় শরণার্থী হিসেবে ব্রিটেনে যান তিনি। ব্রিটেনে যাওয়ার পর ক্রিকেট খেলায় বিশেষ পারদর্শিতা দেখান জেসমিন। ব্র্যাডফোর্ড শহরে জেসমিন ও তার বন্ধুরা মিলে শুধু এশীয় বংশোদ্ভূত মেয়েদের একটি ক্রিকেট দল গড়ে তোলেন। এ বছর প্রথম স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়। সেবামূলক উদ্দেশ্যে চালু করা এই টুর্নামেন্টে যুক্তরাজ্যের দলের খেলোয়াড় হিসেবে মনোনীত হন জেসমিন। সেখানে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন।সংবাদ মাধ্যমে জেসমিন আখতার বলেন, মুক্ত মানুষ হিসেবে প্রতিটি নিঃশ্বাস আপনাকে আরও বেশি আনন্দ দেয়। সেই অনুভূতি কেমন তা আমি জানি। এদিকে এ বছর বিশ্বে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা তৈরি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আর এতে স্থান পেয়েছেন মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা পরিবারের সন্তান এই জেসমিন আখতার। পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচিতি- এমন ছয়টি ক্যাটাগরিতে প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে বিবিবি।