Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২০অক্টোবর,২০১৯ঃ কার্তিকের পূর্ণিমার চারদিন বাদে ভারতে উদ্‌যাপিত হয়েছে নারীদের ধর্মীয় আচার ‘করবা চৌথ’। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে আপন তিন বোনকে তাদের একমাত্র স্বামীর জন্য প্রার্থনা করতে দেখা গেছে।

করবা চৌথে স্বামীর মঙ্গলের জন্য নারীরা সারাদিন উপোস থাকেন। চাঁদ দেখার পরই কেবল তারা দীর্ঘ উপোস ভাঙেন। এদিন তারা চালনি জাতীয় বিশেষ আয়নার ভেতর দিয়ে স্বামীকে দেখেন।

আইএএনএস জানিয়েছে, ভাইরাল হওয়া তিন বোনের ছবিটি মধ্য প্রদেশের সাতনা এলাকার।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশিরাম কলোনির কৃষ্ণ নামের এক ব্যক্তি ওই তিন বোনকে বিয়ে করেছেন। তাদের নাম শোভা, রিনা এবং পিঙ্কি।

১২ বছর ধরে তারা একসঙ্গে বসবাস করছেন। প্রত্যেকের দুটি করে সন্তান আছে।