Wed. Sep 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২০অক্টোবর,২০১৯ঃ পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় এপেক্স ক্লাবের উদ্যোগে রোববার সকালে উপজেলার পাতাকাটা গ্রামের চলন শক্তিহীন অসহায় মোহাম্মদ আলী (৭৫)কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
মঠবাড়িয়া আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. ইলিয়াছ জসিম, ডিজি-৫ এর গভর্নর এপে. মেহেদী আহমেদ, এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া সভাপতি এপে. ইদ্রিস আলী ইমন, সিনিয়র সহ-সভাপতি এপে. ইসমাইল হোসেন হাওলাদার, সেক্রেটারী এপে. আবুল বাশার, এপে. শাহীন মাহমুদ, এপে. গোলাম মোস্তফা, এপে. তারেক মুনাওয়ার, এপে. নুরুন্নবী, এপে. নাছির উদ্দিন, এপে. তৌফিক হোসেন।