Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,২৩অক্টোবর,২০১৯ঃ হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নগর ভবনে আটকা পড়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও সাংবাদিকসহ শতাধিক মানুষ।

রাজধানীর গুলশান-২ নম্বরে নগর ভবনে বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মশা নিধনের বিষয়ে ডাকা প্রেস ব্রিফিং চলাকালে এ ত্রুটি দেখা দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২টায়ও নগর ভবনে বিদ্যুৎ আসেনি।

সূত্র জানায়, মেয়র আতিকুলের হাঁটুতে ইনজুরির কারণে তিনি সিঁড়ি দিয়ে নিচে নামতে পারেননি। তিনি এখনো ওই ভবনেই আছেন।

জানা গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পুরো নগর ভবন অন্ধকার হয়ে যায় এবং ভবনের লিফট বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক যোগাযোগ করা হলে, বিদ্যুৎ অফিস জানায় ৫ ঘণ্টা সময় লাগবে এ সমস্যা সমাধান করতে।