Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২৪অক্টোবর,২০১৯ঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ চলাকালীন অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় নগদ ১ লাখ ২ হাজার ৯০০ রুপি উদ্ধার করেছে তারা। গ্রেফতারকৃতরা সবাই ভারতীয় নাগরিক।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দক্ষিণ দিল্লির পুষ্প বিহার অঞ্চলের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ৯ জুয়াড়িকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সোমবার বিশস্ত সূত্রে খবর পায় তারা, টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে ওই বাড়িতে বেটিং (জুয়া) চলছে। এদিন আবুধাবিতে হংকং ও সংযুক্ত আরব আমিরাতের খেলা চলছিল।

ডেপুটি কমিশনার অব পুলিশ (দক্ষিণ) অতুল কুমার ঠাকুর জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২৯টি মোবাইল, চারটি ল্যাপটপ, একটি ইন্টারনেট ডঙ্গল এবং বেশকিছু ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তদন্তও শুরু করেছি।