Thu. Sep 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,২৬অক্টোবর,২০১৯ঃজাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যে ও পুলিশেই জনতা, জনতাই পুলিশ শ্লোগানে নীলফামারীর ডিমলায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯। শনিবার (২৬-অক্টোবর) সকালে ডিমলা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে, ডিমলা থানার সহযোগিতায় পুলিশিং ডে উপলক্ষে থানা ক্যাম্পাস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে আবারো থানা চত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহাম মুন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ আনোয়ারুল হক সরকার মিন্টু, সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও আলোচনায় সকল ইউনিয়নের আ’লীগের সভাপতি-সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, পেশাজীবি, সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ ডিমলা থানার সকল এসআই, এএসআই, কনস্টেবল, মহিলা-কনস্টেবল গ্রহণ করেন।