Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,২৮অক্টোবর,২০১৯ঃ মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাচারের সময় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বিকেলে যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে মোটরবাইকসহ আমিনুর রহমান (২৪) নামের একজনকে আটক করা হয়। আমিনুর বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী বটতলা পোষ্টের সামনে পাকা রাস্তা থেকে মোটরবাইকসহ আমিনুর রহমানকে আটক করা হয়।

এ সময় তার ব্যবহারিত মোটরবাইকের তেলের ট্যাংকির ভিতর তৈরি চোরা কাভারের মধ্য থেকে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আমিনুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।