Fri. Oct 24th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,৩০অক্টোবর,২০১৯ঃঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা ও যৌন হয়রানী রোধ-দিশারী কার্যক্রম বিষয়ক সামাজিক সচেতনতামূলক আলোচনা সভা এবং মানববন্ধন ও শপথ অনুষ্ঠান পালিত হয়। গতকাল বুধবার সরকারি কলেজ চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল। এতে গেস্ট অব অনার ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মো: আব্দুল মজিদ, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার, সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান (পিপিএম)।
অনুষ্ঠানে বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মুসলিমা রহমান তামান্না, আলমগীর ইসলাম প্রমুখ। পরে কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা ও যৌন হয়রানী রোধে শপথ পাঠ করা হয়। এর আগে শিক্ষার্থীরা পরিস্কার-পরিচ্ছন্নতা ও যৌন হয়রানী রোধ-দিশারী কার্যক্রম বিষয়ক সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মানবববন্ধনে অংশ নেয়।