Sat. Oct 18th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,১৩নভেম্বর,২০১৯ঃ বাংলাদেশ ক্রিকেট অঙ্গণে শোয়েব আলী বুখারিকে চেনেন না এমন কাউকে হয়-তো পাওয়া যায় না। ক্রিকেটার ও ক্রিকেট দলকে সমর্থন জানানোর জন্য তার উন্মাদনা বিশ্বব্যাপী খ্যাত। ভারতের বিপক্ষে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ চলছে, সেখানেও তিনি রয়েছেন। বাংলাদেশি ‘বাঘের’ শোয়েবকে ভারতে খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছেন ভারতে ওপেনার রোহিত শর্মা।

এ বিষয়টি নিশ্চিত করে শোয়েব জানান, টি-২০ সিরিজ চলাকালে দেখা হয়নি। অনুশীলনের সময় গ্যালারিতে ছিলাম। রোহিত আমাকে দেখে ইশারা করেন। রোহিত শর্মাকে দেখে সিকিউরিটি সরে যায়। মাঠে ঢুকি। জিজ্ঞেস করল দেখা করোনি কেন? বললাম- ভাই সিকিউরিটি অনেক কঠোর এখানে। দেখা করার চেষ্টা করেছি, পারিনি।

এরপর তিনি আমার খোঁজ খবর নিলেন। কোথায় আছি খোঁজখবর নিলেন। এরপর একজন উপরে পাঠালো, সুধীর নিয়ে গেল আমাকে। আমার পাসপোর্টর ফটোকপি রাখল। চারটার সময় আসতে বলল। চারটায় গিয়ে দেখি আমার কার্ড হয়ে গেছে।

এদিকে কার্ড হাতে সোয়েব বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে থাকতে চাই। পাশে থেকে চিৎকার করতে চাই। পতাকা উড়াতে চাই। তিনটা টি-টোয়েন্টি ঠিক পাশে দেখতে পারিনি। কারণ টিকেট দিতো দূরের গ্যালারিতে। সেজন্য মন খারাপ লাগতো। এখন দলের কাছাকাছি থাকতে পারবো-এটাই সবচেয়ে বড় পাওয়া। আনন্দের বিষয়।

রোহিত অনেক বড় মানসিকতার মানুষ বলে শোয়ের আরো বলেন, এত বড় ব্যক্তিত্ব ক্রিকেটার। অনেক ভালো লাগল