খােলাবাজার ২৪,শনিবার, ১৬নভেম্বর,২০১৯ঃজবি প্রতিনিধিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা পাবনা জেলা কল্যাণের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জেলা কল্যাণটির নব কমিটির এটিই ছিলো প্রথম পরিচিতি ও মত বিনিময় সভা।
গত বৃহস্পতিবার (১৪/১১/১৯) বিকেলে পুরাণ ঢাকার জনসন রোডের স্টার কাবাব হোটেলে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ গালিবুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সাহিত্য সমালোচক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। এছাড়াও জবি শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম ও সহকারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-ক্রিয়া বিষয়ক সম্পাদক ,বাংলাদেশ ছাত্রলীগ ও সাবেক সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ শাহিনুর ইসলাম বকুল সহ সাবেক কমিটির সভাপতি-সম্পাদক সহ সকল সদস্যগণ।
অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন আমিরুল ইসলাম পরশ এবং সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান রিপন।
এসময় বক্তারা জেলা কল্যাণের গুরুত্বপূর্ণ দিক ও নানা সুবিধা সম্পন্ন বিষয় এবং আগামীতে সাফল্য মন্ডিত হওয়া সহ সৌহার্দ বজায় রাখার পন্থাসমূহ আলোচনা করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পাবনা জেলা কল্যাণের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পন করা হয় আমিরুল ইসলাম পরশ এবং মেহেদী হাসান রিপন কে।