Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ১৬নভেম্বর,২০১৯ঃজবি প্রতিনিধিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা পাবনা জেলা কল্যাণের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জেলা কল্যাণটির নব কমিটির এটিই ছিলো প্রথম পরিচিতি ও মত বিনিময় সভা।
গত বৃহস্পতিবার (১৪/১১/১৯) বিকেলে পুরাণ ঢাকার জনসন রোডের স্টার কাবাব হোটেলে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ গালিবুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সাহিত্য সমালোচক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। এছাড়াও জবি শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম ও সহকারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-ক্রিয়া বিষয়ক সম্পাদক ,বাংলাদেশ ছাত্রলীগ ও সাবেক সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ শাহিনুর ইসলাম বকুল সহ সাবেক কমিটির সভাপতি-সম্পাদক সহ সকল সদস্যগণ।
অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন আমিরুল ইসলাম পরশ এবং সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান রিপন।
এসময় বক্তারা জেলা কল্যাণের গুরুত্বপূর্ণ দিক ও নানা সুবিধা সম্পন্ন বিষয় এবং আগামীতে সাফল্য মন্ডিত হওয়া সহ সৌহার্দ বজায় রাখার পন্থাসমূহ আলোচনা করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পাবনা জেলা কল্যাণের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পন করা হয় আমিরুল ইসলাম পরশ এবং মেহেদী হাসান রিপন কে।