Fri. Oct 24th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার, ১৬নভেম্বর,২০১৯ঃ মিসর থেকে কার্গো বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় আসবে মঙ্গলবার (১৯ নভেম্বর)। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এস আলম গ্রুপ বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে। এটি তার প্রথম চালান।

পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের আমদানি করা পেঁয়াজ কার্গো উড়োজাহাজ যোগে ঢাকায় পৌঁছাবে বলেও জানানো হয়।

এদিকে সরকারের নানা পদক্ষেপেও নিয়ন্ত্রণে আসছে না পেঁয়াজ বাজার। রাজধানীসহ সারাদেশে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

শনিবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪০ পর্যন্ত। আর পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। ক্রেতারা বলছেন, সরকারের নিয়ন্ত্রণ না থাকায় ইতিহাসের সবচেয়ে বেশি দাম দিয়ে তাদের পেঁয়াজ কিনতে হচ্ছে।