Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ১৬নভেম্বর,২০১৯ঃ হু হু করে বেড়েই চলছে পেঁয়াজের দাম। দিনে দিনে পেঁয়াজ সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। বর্তমানে বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকা। পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মানুষের ক্ষোভ যখন চরমে, ঠিক সে সময়েই পেঁয়াজ নিয়ে চলছে নির্মম রসিকতা।

শুক্রবার (১৫নভেম্বর) দুপুরে বন্ধুর বৌভাতে শুভেচ্ছা গিফট হিসেবে দেয়া হয়েছে পেঁয়াজ। কুমিল্লার সদর উপজেলার কালখাড়পাড় এলাকায় রিপন মিয়ার বাড়িতে ঘটেছে ব্যতিক্রমী এ ঘটনা।

জানা গেছে, গত শনিবার বিদ্যুৎ বিভাগের কর্মচারী ও কালখাড়পাড় এলাকার হাজী আবদুর রহিমের ছেলে ইমদাদুল হক রিপনের বিয়ে হয়। শুক্রবার তার বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়। এদিন দুপুরে রিপনের তিন বন্ধু সহিদ, শিপন ও শাহজাহান পাঁচ কেজি পেঁয়াজ বাজার থেকে এক হাজার টাকায় ক্রয় করেন। এরপর সেই পেঁয়াজ রেপিং করে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যান। গিফট হিসেবে রেপিং করা পেঁয়াজের বাক্স দেন তারা।

পেঁয়াজ উপহার পেয়ে বর ইমদাদুল হক রিপন বলেন, বিয়ের অনুষ্ঠানে আমার নিকট এ পুরস্কার আমরণ স্মরণীয় হয়ে থাকবে। আমার বিয়েতে যত পুরস্কার পেয়েছি সব চেয়ে মূল্যবান মনে করবো এই পেঁয়াজের উপহারকে। কারণ পুরো বাংলাদেশ এখন পেঁয়াজের গরমে অস্থির।  বৌভাতে মূল্যবান ও ব্যতিক্রমী উপহার পেঁয়াজ দেওয়ার জন্য বন্ধুদের ধন্যবাদও জানান বর রিপন।

গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে তার পরদিন থেকেই বাংলাদেশে অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে দাম। কয়েকদিনের ব্যবধানেই ৩০ থেকে ৪০ টাকা কেজির পেঁয়াজ ১০০ টাকা কেজি ছাড়িয়ে যায়। এ অবস্থায় বাণিজ্যমন্ত্রণালয় ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার দাম কমানোর আশ্বাস দেয়া হলেও বাস্তবে ঘটেছে তার উল্টোটা।

সর্বশেষ গত ৮ নভেম্বর রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত পেঁয়াজের দাম ১০০ টাকা কেজির নিচে নামার সম্ভাবনা নেই বলার পর থেকেই দফায় দফায় দাম বাড়তে শুরু করে পেঁয়াজের।

এরপর গত ১২ নভেম্বর জাতীয় সংসদে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ‘পোঁয়াজের বাজার এখন নিয়ন্ত্রণে’ বলে বক্তব্য দেয়ার একদিন পরই বৃহস্পতিবার পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়ে যায়। আর গতকাল শুক্রবার তা ২৫০ থেকে ৩০০ টাকায় উঠে যায়।