Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার, ১৬নভেম্বর,২০১৯ঃ টিকটিক বর্তমানে ভিডিও সংবলিত অ্যাপসের মধ্যে জনপ্রিয় একটি অ্যাপস। সারা বিশ্বের অনেক তারকাদেরই আইডি রয়েছে টিকটকে। এবার যুক্ত হলে ফেসবুকেরপ্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও। তিনি গোপনে টিকটক ব্যবহার করেন!

তার নিজস্ব কোনো ভিডিও নেই। তিনি শুধু ফলোয়ার করে রেখেছেন অনেককেই। তার মধ্যে অনেক তারকারাও রয়েছেন। জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট যে নামে, সে নামেই টিকটকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে এটিকে এখনো ভেরিফায়েড করা হয়নি।


মার্কিন গণমাধ্যম বাজফিডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অ্যাকাউন্টটির সঙ্গে জাকারবার্গের ভেরিফায়েড ইনস্টাগ্রাম যুক্ত। এখনো কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তবে ৬১ জনকে জাকারবার্গ ফলো করেছেন। টিকটকে জাকারবার্গের ফলোয়ার সংখ্যাও চার হাজারের ওপরে।