Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,রবিবার,১৭নভেম্বর,২০১৯ঃ চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও অন্তত ২৫ জন।

রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুটি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৭ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।

উদ্ধার কাজে ঘটনাস্থলে যায় আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। দগ্ধদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।