Thu. Sep 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,১৮নভেম্বর,২০১৯ঃ কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এর সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী মিথিলার প্রেমের গুঞ্জন বছর খানেক ধরে শোনা যাচ্ছে। তাদের এই সম্পর্ক এখন আরও গাঢ় হয়েছে। জানা গেছে, ফেব্রুয়ারীর ২২ তারিখ তারা বিয়ের পিঁড়িতে বসছেন।

‘টাইমস অফ ইন্ডিয়া’কে তাদের ঘনিষ্ঠ মহল জানায়, মিথিলার সঙ্গে সামনের বছরেই বিয়ে হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক হয়েছে।

যদিও এ বিষয়ে সরাসরি তারা কেউই কথা বলতে রাজি নয়। শোনা যাচ্ছে, দুই পরিবারই বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সে কারণে চলছে কেনাকাটা।

এর আগে মিথিলা বলেছিলেন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে তার সঙ্গে যোগাযোগটা বেশি হয়।’

তাদের দুজনের প্রেম ও বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। বহুদিন ধরেই তারা একে অপরের প্রেমে মজেছেন এমন কথা শোনা যাচ্ছিলো। বরাবরই তারা ‘জাস্ট ফ্রেন্ড’ বলে এটি অস্বীকার করেছেন। কিন্তু কলকাতা বা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে বহুবার পাওয়া গিয়েছে। এমনকি পারিবারিক অনুষ্ঠানেও তারা নিয়মিত উপস্থিত থেকেছেন।