Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২৪নভেম্বর,২০১৯ঃ আবারও দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৯২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইউএনবির খবরে বলা হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী হাসপাতালে ভর্তি হয়।

জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত ৯২ রোগীর মধ্যে ৪৬ জনকে ঢাকায় ও ৪৬ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন মোট ৯৯ হাজার ৫৪৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৭৪৫ জন।

জানা গেছে, বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। ঢাকায় ২৬২ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের মাঝামাঝি সময়ে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়।