Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,১৭ ডিসেম্বর,২০১৯ঃ এ বছর ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে বেছে নিয়েছে বিবিসি। গেল বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স ও হেডিংলি রূপকথার সুবাদে তাকে এনে দিয়েছে এই কৃতিত্ব। পাশাপাশি বিশ্বকাপজয়ী ইংলিশ ক্রিকেট দলকে দেওয়া হয়েছে বর্ষসেরা দলের স্বীকৃতি।

২০১৯ এ বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বে স্টোকসের প্রতিদ্বন্দ্বীদের মাঝে ছিলেন- ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিল্টন, বিশ্বচ্যাম্পিয়ন স্প্রিন্টার ডাইনা অ্যাশার-স্মিথ। তারা দুজন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন এবার। ক্রিকেটে ২০০৫ সালে সর্বশেষ পুরস্কারটি জিতেছিলেন আরেক ইংলিশ অলরাউন্ডার ফ্রেডি ফ্লিনটফ। ১৯৫৪ সালে এই পুরস্কার চালুর পর পঞ্চম ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হলেন স্টোকস। এর আগে জিতেছেন জিম লেকার (১৯৫৬), ডেভিড স্টিল (১৯৭৫), ইয়ান বোথাম (১৯৮১) ও ফ্লিনটফ।

তবে পুরস্কারটি ব্যক্তিগত হলেও পুরো দলের জয়গান গেয়েছেন তিনি। এ প্রসঙ্গে স্টোকস বলেন, ‘এটা আসলে ব্যক্তিগত সম্মাননা, তবে আমি খেলি দলীয় খেলা। আর এখানেই সবচেয়ে ভালো দিকটি হলো বিশেষ মুহূর্তগুলো আপনি সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে পারেন।’

তিনি আরও বলেছেন, ‘পুরস্কারটি নিতে পেরেছি, শুধু আমার চেষ্টাতেই এমনটি সম্ভব হয়নি। আপনারা যারা গ্রীষ্মে ভূমিকা রেখেছেন, তাদের ছাড়া এমনটি হয়তো সম্ভব হতো না।’