Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,১৮ডিসেম্বর,২০১৯ঃদেশে একনায়কতন্ত্র টিকিয়ে রাখতে সরকার বেগম জিয়াকে আটকে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়াকে আটকে রাখার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অদৃশ্যভাবে উপরের নির্দেশে সব চলছে। আশঙ্কার কথা হল, বিচারবিভাগও উপরের নির্দেশে রায় দেয়।

তিনি বলেন, বেগম জিয়ার জামিন না হওয়াই প্রমাণ করে বিচারবিভাগ স্বাধীন নয়।

মির্জা ফখরুলের দাবি, বেগম জিয়াকে নিছক আটক করে রাখাই নয়, এর পেছনে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে।

নব্য দখলদার ও হানাদার বাহিনীর মত যারা ক্ষমতা আঁকড়ে আছে আন্দোলনের মধ্য দিয়ে তাদের বিতাড়িত করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।