বুধবার (১৮ ডিসেম্বর) মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অদৃশ্যভাবে উপরের নির্দেশে সব চলছে। আশঙ্কার কথা হল, বিচারবিভাগও উপরের নির্দেশে রায় দেয়।
তিনি বলেন, বেগম জিয়ার জামিন না হওয়াই প্রমাণ করে বিচারবিভাগ স্বাধীন নয়।
মির্জা ফখরুলের দাবি, বেগম জিয়াকে নিছক আটক করে রাখাই নয়, এর পেছনে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে।
নব্য দখলদার ও হানাদার বাহিনীর মত যারা ক্ষমতা আঁকড়ে আছে আন্দোলনের মধ্য দিয়ে তাদের বিতাড়িত করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।