Sat. Oct 18th, 2025
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,০৫জানুয়ারি ,২০২০ঃ কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। রোববার (৫ জানুয়ারি) সকালে কেনিয়ার উওর উপকূলে অবস্থিত কেনিয়া ও মার্কিন বাহিনীর যৌথ এ সেনা ঘাঁটিতে হামলা চালায় আল শাবাব। খরব আল জাজিরার। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ চলছে।

দেশটির সামরিক এক কর্মকর্তা জানায়, আল শাবাব সদস্যরা ভারী অস্ত্রসস্ত্র নিয়ে ভোর ৫.৩০টার দিকে হামলা চালায়। এ ঘাঁটিতে কেনিয়া ও মার্কিনি সেনাসহ বেশ কয়েকটি দেশের সেনারা অবস্থান করছেন।

এ ঘটনায় এখনও পর্যন্ত নিরপেক্ষভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার এক বিবৃতিতে কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে লামু প্রদেশে অবস্থিত মান্ডা এয়ারস্ট্রিপে হামলা চালায় সন্ত্রাসীরা।

তাদের দাবি, হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং সন্ত্রাসীদের চার জনের লাশ পাওয়া গেছে। এয়ারস্ট্রিপটি সম্পূর্ণ নিরাপদ আছে।

তবে তার আগে আল শাবাব এক বিবৃতিতে জানায়, হামলায় আমেরিকান এবং কেনিয়ার সেনাদের অনেকে হতাহত হয়েছেন। তারা দাবি করে, যোদ্ধারা শত্রুসীমায় সফলভাবে প্রবেশ করেছে এবং সেনাক্যাম্পের একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে নিয়েছে।