Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,০৬জানুয়ারি ,২০২০ঃ এক বছরের মধ্যে হোটেল মোটেলসহ উপকূলীয় অঞ্চলে প্লাস্টিকের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত কার্যকরের পাশাপাশি যেসব কারখানা এখনো পলিথিন তৈরি করে সেগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া ২০২২ সালের মধ্যে কেন সকল ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার বন্ধ করা হবেনা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।