Fri. Oct 17th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,০৬জানুয়ারি ,২০২০ঃ নতুন বছরের শুরুর দিকে অনেকেই তারিখ লেখার সময় ভুল করে। তবে ভুল করে ৩১ ডিসেম্বরের পরের দিন ৩২ ডিসেম্বর খুব একটা দেখা যায়নি। এবার এমনই বিরল ঘটনা ঘটলো।

সুদানের রাজধানী খাতোয়ামের বিমানবন্দরে ঘটেছে এমন ঘটনা।

এক টুইটার হ্যান্ডলে সম্প্রতি একটি ছবি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাসপোর্টে ৩২ ডিসেম্বর ২০১৯ এর তারিখ দেয়া। আসলে সারা বছর ওই স্ট্যাম্পে ২০১৯ ছিল।

সেটি পরিবর্তন না করে দিন ও মাসের সংখ্যা বদলে কাজ চালিয়েছেন কর্মীরা। বছর শেষ হওয়ার পরেও তাই মনে হয় সেই অভ্যাস রয়ে গিয়েছে তাদের।

তাই ৩১ ডিসেম্বরের পরের দিন ৩২ করে ফেলেছেন ভুল করে। অথবা এমনও হতে পারে, ওই স্ট্যাম্পে বছরের ঘরে ২০২০ সংখ্যাটিই ছিল না, ২০১৯ পর্যন্তই ছিল। তাই ওই স্ট্যাম্প মারার যন্ত্রটি দিয়েই পয়লা জানুয়ারির দিন, ৩২ ডিসেম্বর ২০১৯ করে কাজ চালিয়ে নিয়েছেন।

তবে এমন ভুল যে শুধু সুদানেই হয়েছে তা নয়। এর আগে এমন ‘বিরল তারিখ’ভারতেও দেখা গিয়েছে। ২০১৮ সালের পয়লা জানুয়ারি ৩২ ডিসেম্বরের স্ট্যাম্প মেরেছিল মুম্বাই এয়ারপোর্টও।