খােলাবাজার২৪,মঙ্গলবার,০৭জানুয়ারি ,২০২০ঃ হে বন্ধু, তোমরা রুখে দাঁড়াও বিদ্রোহ গড়ে তোলো – গ্রামে-গঞ্জে,পাড়া -মহল্লায়, ঘরে ঘরে, তোমার পরিবারে। প্রতিরোধ গড় তোলো – সেই সব নর পশুদের প্রতি, যারা উত্যক্ত করছে আমার বোনকে, নির্যাতন করছে আমার মাকে, মেতে উঠেছে পৈশাচিক মরন খেলায়। হে বন্ধু, এসো আজ শপথ করি, নারী নির্যাতন বন্ধ করি, সুস্থ -সুন্দর জীবন গড়ি, শান্তি সুখে বাস করি।