Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,০৯জানুয়ারি,২০২০ঃ এখন দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলছে ভারত। এরপর ঘরের মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে তারা। সেজন্য ইতিমধ্যেই রওনা দিয়েছে অজিরা। সফরে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নেবে তারা।

পথিমধ্যে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে ভারতকে হুমকি দিয়েছেন অস্ট্রেলীয় মারমুখী ওপেনার ডেভিড ওয়ার্নার। ক্যাপশনে তিনি লিখেছেন,ভারত, আমরা আসছি। ৩ ম্যাচ সিরিজ দারুণ জমবে। ভারতীয় সমর্থকদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি।

সাম্প্রতিক সময়ে হোমগ্রাউন্ডে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আগুনে ফর্মে রয়েছে তারা। ক্রিকেটবোদ্ধারা বলছেন, এবার বিরাট কোহলিদের পক্ষে ওয়ার্নারদের হারানো সহজ হবে না।

অজিদের ঈর্ষণীয় সাফল্যের অন্যতম নেপথ্য নায়ক ওয়ার্নার। পাক ব্রিগেডের বিপক্ষে এক টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। কিউইদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকান বাঁহাতি ব্যাটার। দারুণ ছন্দে থাকা সেই তিনিই ভারতকে হুংকার দিয়ে রাখলেন।

আগামী ১৪ জানুয়ারি মুম্বাইয়ে গড়াবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ হবে রাজকোট (১৭ জানুয়ারি) এবং বেঙ্গালুরুতে (১৯ জানুয়ারি)।