Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,০৯জানুয়ারি,২০২০ঃ তুমি কোটি মানুষের চোখে স্বাধীনতার একটি নাম/তুমি কোটি মানুষের মুখে মুক্তির সংগ্রাম /বঙ্গবন্ধু তুমি একটি দেশ লাল সবুজের পতাকার/বঙ্গবন্ধু তুমি একটি ভাষণ চেতনায় জেগে ওঠার / এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং।

সুমন কল্যাণের সুর ও সংগীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গানটি গত ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায়  মগবাজারের ডি স্টেশনে কণ্ঠ দেন শিসপ্রিয়া খ্যাত অবন্তি সিঁথি।

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধুকে কখনো ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।
বঙ্গবন্ধুকে নিয়ে এর আগে আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতা, শুভমিতা, সুবীর নন্দী, ফাহমিদা নবী। এবার অবন্তী সিঁথি কণ্ঠ দিলেন। খুব চমৎকার গেয়েছেন। আশা করি গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।

অবন্তী সিঁথি বলেন, বঙ্গবন্ধু নামটাই একটি চেতনার নাম। বঙ্গবন্ধুকে নিয়ে গাইতে পেরে আমি গর্বিত। অসাধারণ একটি গান। আশা করি গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।

গানটি আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে প্রচারিত হবে।