Sat. Oct 18th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,১৩জানুয়ারি,২০২০ঃ শুরুতে যে দল কিনা রান তুলতে রীতিমতো হিমশিম খেলো, সেই দলই আবার ইনিংস শেষে মোটামুটি লড়াইয়ের পুঁজি পেল। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সাদাব হাসানের ব্যাট থেকে এ রান সংগ্রহ করে ঢাকা। সাদাব খানের কল্যাণে চট্টগ্রামকে ১৪৫ রানের টার্গেট দেয় ঢাকা।

বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা প্লাটুন। এদিন টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রানে গুটিয়ে যায় ঢাকা প্লাটুনের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান সাদাব খান। ৪০ বলে তিনি ৬০ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন।

দলের হয়ে দুই অংকের ঘর পেরিয়েছেন মাত্র তিন ক্রিকেটার। ৩১ বলে ৩১ রান করে রিয়াদ ইমরাতের বলে নাজমুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মমিনুল হক। থিসারা পেরেরা ১৩ বরে ২৫ রানে থার্ডম্যানে ক্যাচ তুলে দিয়ে নিজের উইকেটটা হারান। হার না মানা ইনিংস খেলেন সাদাব খান।

শুরুতেই উইকেট হারান তামিম ইকবাল। এরপর মমিনুল দেখেশুনে খেললেও থিতু হতে পারেননি উইকেটে। তার বিদায়ের পর ক্রিসে আসেন উইকেট কিপার ব্যাটসম্যান আনামুল হক। তিনি শূন্য রানেই ফিরে যান। আনামুলের পর শূন্য রানে ফেরেন অন ডাউনে নামা লুইস রিসি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা।

ঢাকা প্লাটুন:
তামিম ইকবাল-৩,
মমিনুল হক-৩১,
আনামুল হক-০
লুইস পিচি-০
মেহেদি হাসান-৭
জাকির আলী-০
সাদাব খান-৬০
আসিফ আলী-৫
থিসারা পেরেরা-২৫
মাশরাফি-০

বোলিং-
রুবেল হোসেন  ৪-৩৩-২
মেহেদি হাসান রানা ৪-২৮
নাসুম আহমেদ ২-১১-২
মাহমুদুল্লাহ- ২-৫-১
রিয়াদ এমারাত ৪-১৬-০
জিয়াউর রহমান- ৪-৩৮-০