Sat. Oct 18th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,১৩জানুয়ারি,২০২০ঃ পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি শৈত্য প্রবাহ ও তীব্র ঠান্ডা। উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে শ্রমজীবী মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় গরম কাপড়ের অভাবে দরিদ্র লোকজন রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

তবে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার পর রোদের দেখা মেলায় শীতের তীব্রতা অনেকটা কমে আসে। ঘনকুয়াশা থাকার কারণে জেলার বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা উঠা-নামা করছে। সোমবার সকাল ৯টায় তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।